MOHAMMAD TIPU SULTAN
Principal, Chauddagram Model College
“Education is not Preparation of life, rather it is living” শিক্ষা শুধু জীবন প্রস্তুতির উপায় নয়, তা জীবন-যাপনের প্রণালীও বটে। শিক্ষাকে জীবনব্যাপি অনুসরণীয় প্রক্রিয়া হিসেবে দেখতে হবে এবং অভিজ্ঞতাকে শিক্ষা লাভের স্বাভাবিক কৌশল হিসেবে বিবেচনায় রাখতে হবে। আধুনিক শিক্ষা দর্শনে শিক্ষার্থীদের ব্যক্তিসত্তা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যক্তি স্বাতন্ত্রবোধ জাগ্রত করা এবং তাকে আত্মসত্তার আস্থাবান করে তোলাই শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত।
Mohammad Main Uddin
Vice Principal, Chauddagram Model College
দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় অনন্য এই প্রতিপাদ্যকে ধারণ করে, একবিংশ শতাব্দির বিশ্বায়নে তথ্য প্রযুক্তির সমন্বয়ে আধুনিক মানসম্মত শিক্ষাদান সময়ের দাবি। প্রতিযোগীতাপূর্ণ বিশ্বে মেধার যুদ্ধে যোগ্য প্রতিযোগীরাই সাফল্য অর্জন করবে আর সে সব প্রতিযোগীদের জন্য প্রয়োজন মেধার সার্বিক পরিচর্যা, নিবিড় তত্ত্বাবধান, উন্নত ও আনন্দমুখর পরিবেশ, সু-শৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার উৎকর্ষ সাধনে একাগ্র চিত্তে দৃঢ় প্রত্যয়। চৌদ্দগ্রাম মডেল কলেজ এ দৃঢ় প্রত্যয়ের সমরক্ষেত্র। আধুনিক শিক্ষার প্রসারে দৃঢ় প্রতীক শিক্ষানুরাগী কর্তৃক প্রতিষ্ঠিত মেধার সমরে বিজয়ের পতাকাতলে সবাইকে সু-স্বাগতম।
About the Institute
Far far away, behind the word mountains, far from the countries Vokalia and Consonantia, there live the blind texts. Separated they live in Bookmarksgrove right at the coast of the Semantics, a large language ocean.
Far far away, behind the word mountains, far from the countries Vokalia and Consonantia, there live the blind texts. Separated they live in Bookmarksgrove right at the coast of the Semantics, a large language ocean.