Vice Principal Message

WhatsApp Image 2024-01-12 at 12.47.47 PM

Mohammad Main Uddin

Vice Principal, Chauddagram Model College

দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় অনন্য এই প্রতিপাদ্যকে ধারণ করে, একবিংশ শতাব্দির বিশ্বায়নে তথ্য প্রযুক্তির সমন্বয়ে আধুনিক মানসম্মত শিক্ষাদান সময়ের দাবি। প্রতিযোগীতাপূর্ণ বিশ্বে মেধার যুদ্ধে যোগ্য প্রতিযোগীরাই সাফল্য অর্জন করবে আর সে সব প্রতিযোগীদের জন্য প্রয়োজন মেধার সার্বিক পরিচর্যা, নিবিড় তত্ত্বাবধান, উন্নত ও আনন্দমুখর পরিবেশ, সু-শৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার উৎকর্ষ সাধনে একাগ্র চিত্তে দৃঢ় প্রত্যয়। চৌদ্দগ্রাম মডেল কলেজ এ দৃঢ় প্রত্যয়ের সমরক্ষেত্র। আধুনিক শিক্ষার প্রসারে দৃঢ় প্রতীক শিক্ষানুরাগী কর্তৃক প্রতিষ্ঠিত মেধার সমরে বিজয়ের পতাকাতলে সবাইকে সু-স্বাগতম।

এ কলেজের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ–পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে।

অভীষ্ট লক্ষ্য অর্জনে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভিজ্ঞ, প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী, অত্যাধুনিক পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাব ও ব্যবহারিক ক্লাস এবং অত্যাধুনিকস্মার্ট ক্লাস রুম। । এ প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক তথ্য ও বইসমৃদ্ধ লাইব্রেরি; যেখানে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই।প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত এবং প্রকৃতিগতভাবে সাবলীল একটি আবাসিক প্রতিষ্ঠান।